রিজভী আবারো হাসপাতালে 

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০, ১২:৫৯ পিএম রিজভী আবারো হাসপাতালে 
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটু জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন তিনি। অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করে রিজভীর পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।

গত ১১ নভেম্বর  হৃদরোগে আক্রান্ত বিএনপির এ সিনিয়র যুগ্ম-মহাসচিবের হার্টের এমপিআই টেস্ট করা হয়েছে। এনজিওগ্রামের ২৮ দিন পর  বিএসএমএমইউর নিউক্লিয়ার মেডিসিন বিভাগে এই পরীক্ষা করা হয়। এমপিআই টেস্টের রিপোর্ট অনুযায়ী মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডা. বিটু ।

এর আগে গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের  সমাবেশে রিজভীর হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

জাগরণ/এমআর