‘ভ্যাকসিন সংগ্রহ জনগণের স্বার্থে’

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৫:০৭ পিএম ‘ভ্যাকসিন সংগ্রহ জনগণের স্বার্থে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারো ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি। তিনি বলেন, ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনগণের স্বার্থে। 

মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, “ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন। জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেয়া ঠিক নয়। শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন। দ্রুত ভ্যাকসিন এনে তিনি সেটিই প্রমাণ করেছেন। তার নির্দেশে কোথায় কোথায় অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে তার কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে।”

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, “চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সরকার কোন হস্তক্ষেপ করবে না।”
 

আরও সংবাদ