‘আল জাজিরা একটা নাটক লিখেছে’

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১, ২০২১, ০৭:৩৮ পিএম ‘আল জাজিরা একটা নাটক লিখেছে’

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, “যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে বলেছি, আল জাজিরা একটা নাটক লিখেছে ।”

সোমবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।  

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে আল জাজিরার প্রতিবেদন নিয়ে কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে কোনো আলাপ হয়নি।” 

আল জাজিরার প্রতিবেদন একটা নাটক উল্লেখ করে  ড. এ কে আব্দুল মোমেন বলেন, “ভয়েস অফ আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরও দু’একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে। আমরা বলেছি, প্রতিবেদনটি একটি নাটক। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে, তাদের নাটকটা একেবারেই বেমানান।”

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তিনদিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার ঢাকায় ফিরেন।