জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি পরীক্ষাধীন

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৬:০৬ পিএম খালেদার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি পরীক্ষাধীন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো এবং দণ্ডাদেশ মওকুফের জন্য পরীক্ষা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বুধবার (৩ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, “বেগম জিয়াকে দেওয়া জামিনের শর্ত শিথিল করার পাশাপাশি দণ্ডাদেশ মওকুফ করার আবেদন জানিয়েছে তার পরিবার। আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবে সরকার।”


বিদেশে যাওয়ার বিষয়টি বেগম জিয়ার পরিবার অনুরোধ করেছে। বেগম জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি তার বাসাতেই হবে, বাসার বাইরে তিনি যাবেন না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী হলেন মানবতার জননী। তিনি যখনই কাউকে দেখেন এরকম অবস্থায়, তখন তো তিনি সবসময় তার সহযোগিতা করে থাকেন। এক্ষেত্রেও তিনি (প্রধানমন্ত্রী) তাকে (খালেদা জিয়া) উন্নত চিকিৎসা যাতে তার বাসায় থেকে পায় এবং সে যেন তার যে অন্যান্য অসুবিধাগুলো ছিল, চিকিৎসা যেন আরও সুন্দরভাবে পায়, সেজন্যই তিনি শর্তসাপেক্ষে বাসায় থাকার অনুমতির ব্যবস্থা করে দিয়েছেন।'