সরকার এসব ঘটিয়ে বিএনপির নাম জড়াচ্ছে : ফখরুল

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০২:০৯ পিএম সরকার এসব ঘটিয়ে বিএনপির নাম জড়াচ্ছে : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ● সংগৃহীত

ভাত ও ভোটের সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার তার এজেন্সিগুলোকে দিয়ে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে সম্প্রীতি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে মাঠ খালি করতেই সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। বিএনপি নির্মূলের মাধ্যমে ক্ষমতায় থাকার নীলনকশা বাস্তবায়ন করছে সরকার। 

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি। সরকার হটিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি। 

এসময় সারাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল অপরাধীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। 

তিনি বলেন, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় ইকবাল নাটক সাজিয়েছে সরকার। আওয়ামী লীগের দু’গ্রুপের দ্বন্দের কারণেই সহিংসতার ঘটনা ঘটেছে।

জাগরণ/এমএ