খালেদা জিয়ার দেহে খনিজের অসমতা ফের বাড়ছে

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ১২:২৭ এএম খালেদা জিয়ার দেহে খনিজের অসমতা ফের বাড়ছে
ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে এসব পরীক্ষা করা হয়। ৩০ আগস্ট (মঙ্গলবার) আরও বেশ কিছু পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সম্পন্ন করে তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।

মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার দেহে খনিজের অসমতা ফের বাড়ছে। অর্থাৎ সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের পরিমাণ পর্যাপ্ত নেই। রক্তে হিমোগ্লোবিনও কমছে। এর পরিমাণ দশ এর মতো আছে। ডায়াবেটিস কয়েকদিন আগে নিয়ন্ত্রণে থাকলেও এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যার পরিমাণ এগারো-সাড়ে এগারোর মতো।

তিনি আরও বলেন, খনিজের অসমতা বাড়ায় খাওয়ার রুচি কমে যায়। আর লিভার সিরোসিসের সমস্যা তো আছেই। হার্টে দুটি ব্লক সমস্যাও রয়েছে। বোর্ড এসব নিয়ে চিন্তিত। সব চিকিৎসা পর্যালোচনা হচ্ছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম ভালো নেই। কেবিনে আছেন। কেবিনেই হাসপাতাল কর্তৃপক্ষ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট-সিসিইউসহ যাবতীয় ব্যবস্থা করেছে। ম্যাডাম চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। পরীক্ষা-নিরীক্ষা চলছে। পর্যবেক্ষণ করে বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

জাগরণ/রাজনীতি/কেএপি