অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৯, ০১:৫৪ পিএম অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের নবনির্বাচিত কমিটি-সংবাদ বিজ্ঞপ্তি

১ সেপ্টেম্বর (রোববার) সিডনির রকডেলের এক রেস্টুরেন্ট হলে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১৯-২০২০ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ। ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ ইকবাল টুটুল সংগঠনটির গত এক বছরের কার্যকলাপ এবং কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। আলোচনা অংশ নেন- জন্মভূমি টেলিভিশনের কর্ণধার রেজা আরেফিন, মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামিম, বাংলাকথার শফিকুল আলম, বাংলাবার্তার আসলাম মোল্লা।

সভাপতি রহমত উল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে গত বছরের কার্যকম তুলে ধরেন এবং সেই সঙ্গে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তিনি। এস বি এস বাংলা রেডিওর প্রধান কর্ণধার আবু রেজা আরেফীনকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা দেন তিনি। পরে সবার সম্মতিক্রমে প্রত্যক্ষ সিলেকসনের মাধ্যমে ২৭ জন নির্বাহী সদস্য নিয়ে একটি পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

রহমত উল্লাহ এবং ইউসুফ ইকবাল টুটুল পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পূর্ণাঙ্গ কমিটি-  সহ সভাপতি ড. শাখাওয়াত নয়ন (কলামিস্ট), শফিকুল আলম (বাংলাকথা অনলাইন), কাজী সুলতানা সিমি (কলামিস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক সোলেইমান দেওয়ান (প্রভাতফেরী পত্রিকা), কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (নবধারা অনলাইন), সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম রুবেল (সময় টিভি, ঢাকা), গণসংযোগ সম্পাদক আরিফুর রহমান (প্রশান্তিকা অনলাইন), সাংস্কৃতিক সম্পাদক তুষার খান (জন্মভূমি টিভি)। সদস্য- অজয় দাশগুপ্ত (কলামিস্ট), ড. আবুল হাসনাত মিল্টন (কলামিস্ট, প্রদায়ক সম্পাদক), আসলাম মোল্লা ( বাংলাবার্তা), আবদুল মতিন (বাংলা অনলাইন) সাহাদাত মানিক (প্রিয় অস্ট্রেলিয়া অনলাইন), আল নোমান শামীম (মুক্তমঞ্চ পত্রিকা), আতিকুর রহমান শুভ (প্রশান্তিকা অনলাইন), আবু তারিক (সিডনি বেঙ্গলীজ অনলাইন), আসওয়াদুল বাবু (প্রতিনিধি, চ্যানেল আই, ঢাকা), হাসনা হেনা (মিডিয়া ব্যক্তিত্ব, পার্থ), আকাশ দে (এটিএন বাংলা), এলিজা টুম্পা (আরঙ্গ অনলাইন), নাদেরা নদী (কলামিস্ট, মেলবোর্ন), বেলাল হোসেন (প্রতিনিধি, জয়যাত্রা টিভি, ঢাকা), নাফিউল ইসলাম (মেলবোর্ন রেডিও), মাসুম বিল্লাহ (প্রতিনিধি, নিউজ ২৪ ঢাকা), সৈয়দ আকরাম (জন্মভুমি অনলাইন)। সংবাদ বিজ্ঞপ্তি