সৌদি আরবে আগুনে পুড়ে তরুণ প্রবাসীর মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৯, ০৬:১১ পিএম সৌদি আরবে আগুনে পুড়ে তরুণ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের দাম্মামে আগুনে পুড়ে বোরহান উদ্দিন নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। 

গত রোববার (২৪ নভেম্বর) দাম্মামে নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি।

নিহত বোরহান উদ্দিনের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উড়োলিয়া গ্রামে। তার বাবার নাম আলী আকবর। তিনি রাজধানী রিয়াদ শহরে ইমামা কোম্পানিতে কাজ করতেন। 

জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষ করে রুমে সহকর্মীদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন বোরহান। হঠাৎ গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এসির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রুমে আগুন লেগে যায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বোরহানসহ তার আরও দুই সহকর্মী পুড়ে মারা যান।

সংবাদ পেয়ে নিহত বোরহানের প্রতিবেশী সৌদি প্রবাসী মহর আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন।

নিহতের পারিবার জানিয়েছে, চার বছর আগে বোরহান উদ্দিন শ্রমিক ভিসায় সৌদি আরবে যান। তিন বছর সৌদি থাকার পর গত বছর ছুটিতে দেশে এসেছিলেন তিনি। বিয়ে করে দুই মাসের মাথায় আবার নিজ কর্মস্থলে ফিরে যান।

এদিকে প্রবাসে স্বামীর মৃত্যুর ঘটনায় স্ত্রী লিজা আক্তার বাকরুদ্ধ। বোরহানের বাবা-মা সন্তানের লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ও রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছেন।

এসকে