১৮০ মার্কিন প্রবাসীর প্রাণহানি

নিউইয়র্কে করোনায় আরো ৩ বাংলাদেশীর মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২০, ১২:২১ পিএম নিউইয়র্কে করোনায় আরো ৩ বাংলাদেশীর মৃত্যু
প্রতীকী ছবি

মহামারি করোনার প্রাণঘাতি থাবায় নিউইয়র্কে শুক্রবার (২৪ এপ্রিল) আরও তিন বাংলাদেশীর মৃত্যুতে প্রবাসী কমিউনিটিতে মৃত্যু আতঙ্ক ফিরে এসেছে।

এদিন মারা গেছেন,এস্টারিয়ার বাসিন্দা সৈয়দ ফারুক আহমেদ, আখতারুজ্জামান ও এজন পার্কের রাবেয়া খাতুন। এই নিয়ে নিউইয়র্কে এ পর্যন্ত ১৮০ জন বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

এরপরই সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে মারা গেছেন প্রায় দেড়শ বাংলাদেশি। তবে করোনায় সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আক্রান্ত ১০ হাজারের প্রায় অর্ধেকই বাংলাদেশি।  

এছাড়া, কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন। স্পেনে প্রায় ৩০০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন। এছাড়া পর্তুগালে ২২ প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, যাদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

জেডএইচ/এসকে