পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নবনিযুক্ত মহাপরিচালক নুরুল ইসলাম

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৫:২০ পিএম পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নবনিযুক্ত মহাপরিচালক নুরুল ইসলাম
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. নুরুল ইসলাম।

রাজধানী অদুরে সাভারে অবস্থিত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ড. মো. নুরুল ইসলাম। 

রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয় যে, গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) প্রধান গবেষণা প্রতিষ্ঠানে এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন ড. ইসলাম। 

এর আগে ২০১৪ সালে তিনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক হিসেবে যোগদান করেন এবং সফলভাবে ৫ বছর দায়িত্ব পালন করেন। 

১৯৬২ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তালতলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ড. মো. নুরুল ইসলাম। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে পদার্থ বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ১৯৯০ সালে তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আইএনএসটিতে যোগদান করেন। 

প্রায় ২৪ বছর তিনি আইএনএসটি’র নিউট্রন রেডিওগ্রাফি ল্যাবে গবেষণা কাজে নিয়োজিত ছিলেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার প্রায় অর্ধশতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

আরআইএস