ইয়াসির আজমান প্রথম বাংলাদেশি হিসেবে গ্রামীণফোনের সিইও

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৫:০৭ পিএম ইয়াসির আজমান প্রথম বাংলাদেশি হিসেবে গ্রামীণফোনের সিইও
ইয়াসির আজমান

গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পাচ্ছেন ইয়াসির আজমান। তিনি ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ‘প্রথম বাংলাদেশি’ হিসেবে সিইও পদে দায়িত্ব পালন করবেন।

বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন ইয়াসির আজমান।মাইকেল আফ্রিকায় তার পরিবারের কাছে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন।

গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

সিইও হিসাবে নিযুক্ত হবার আগে ইয়াসির আজমান ২০১৫ সালের জুন মাস থেকে গ্রামীণফোনের সিএমও এবং ২০১৭ সালের মে থেকে ডেপুটি সিইও এবং সিএমও হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি টেলিনর গ্রুপের বিতরণ এবং ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ইয়াসির আজমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ অর্জন করেন এবং লন্ডন বিজনেস স্কুল ও আইএনএসইএডি আয়োজিত এক্সিকিউটিভ শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নেন।

এসএমএম