অবৈধ-নকল মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করবে বিটিআরসি

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ১, ২০২০, ০৭:৩০ পিএম অবৈধ-নকল মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করবে বিটিআরসি

ক্লোন করা ও আইএমইআই নকল করা সব মোবাইল হ্যান্ডসেট অকার্যকর করে দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা -বিটিআরসি।

রোববার (১ মার্চ) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৯ সালের ১ আগস্ট থেকে যেসব ক্লোন বা নকল আইএমইআই সংবলিত কিংবা অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত রয়েছে সে সব হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে।

শিগগিরই নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার প্রযুক্তি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) বসাতে যাচ্ছে বিটিআরসি।

গত বছরের এ সংক্রান্ত সতর্ক বিজ্ঞপ্তি সংযুক্ত করে এ বছরের ২৬ ফেব্রুয়ারি (বুধবার) এ বিষয়ে আবারও সতর্কতা জারি করল সংস্থাটি।

গত বছরের ২৯ জুলাই (শুক্রবার) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সিটির আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) সঠিক কিনা- তা যাচাই করতে হবে। পাশাপাশি বিক্রেতার কাছ থেকে রশিদ নিতে হবে।’’

এসএমএম