কণ্ঠস্বর শুনে বলে দেবে, আপনি কতটা খুশি আছেন! 

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২০, ০৫:৩৯ পিএম কণ্ঠস্বর শুনে বলে দেবে, আপনি কতটা খুশি আছেন! 

কেউ যদি আপনার কণ্ঠস্বর শুনে বলে দেয়, আপনি কতটা খুশি আছেন- জানতে মন্দ লাগবে না।  স্বপ্ন নয় সত্যি এবার আর্টিফিশিয়াল ইন্টালিডেন্সসহ এমনই ব্যান্ড নিয়ে এলো অ্যামাজন। খবর- দ্য ভারজ। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) হ্যালো ব্যান্ড প্রকাশ্যে এনেছে অ্যামাজন। যা আওয়াজ শুনে সে বলে দেবে আপনি কতটা খুশি। অর্থাৎ আপনার শারীরিক ও মানসিক, দুই স্বাস্থ্য সম্পর্কে তথ্য দেবে ব্যান্ডটি। ৬ মাসের মেম্বারশিপসহ এখন ব্যান্ডটি আমেরিকায় মিলছে ৮ হাজার টাকায় একটু বেশি দামে।

শরীরে ফ্যাটের মাপসহ কতক্ষণ হাঁটছেন, কতক্ষণ দৌড়াচ্ছেন সব বলে দিতে পারে এই ব্যান্ড। তবে অত্যাধুনিক এই কণ্ঠস্বরের বিষয়টি, যা আপনার কণ্ঠস্বর অনুযায়ী আপনি কখন দুঃখী, কখনোবা খুশি জানাবে। 

গ্রাহকরা তাদের ইচ্ছেমতো মাইকটিকে সক্রিয় ও নিষ্ক্রিয়ও করতে পারবেন। এক চার্জে ৭ দিন চলবে পানিরোধী ব্যান্ডটি। এতে আছে অ্যাক্সেলেরোমিটার, তাপমাত্রা সেন্সর, হৃদস্পন্দন পরিমাপক সেন্সর।

অ্যামাজনের হ্যালো প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট মেসিলা চা জানান, বিশ্বব্যাপী সেরা সব বিশেষজ্ঞদের খুঁজছেন তারা। কার্ডিওলজিস্ট, ফিটনেস এক্সপার্ট ও  এসব বিষয়ে যারা গবেষণায় ব্যয় করতে চান তাদের একত্র করা আমাদের এখন প্রধান উদ্দেশ্য। নতুন ডিভাইসে নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।  


জাগরণ/এমইউ
 

আরও সংবাদ