২০৩০ সালের মধ্যে শুক্র বিজয়ের লক্ষ্য নাসার

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৯:৪২ পিএম ২০৩০ সালের মধ্যে শুক্র বিজয়ের লক্ষ্য নাসার

১৯৮৯ সালের পর আবারও শুক্র গ্রহে অভিযান শুরুর কথা ভাবছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গল গ্রহে সফল অভিযান পরিচালনার পর এবার শুক্র জয়ে ১০০ কোটি ডলারের বাজেট ঘোষণা করেছে সংস্থাটি।

গার্ডিয়ান জানায়, ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে নাসা দুটি অভিযান পরিচালনা করবে নাসা। মার্কিন মহাকাশ সংস্থার প্রধান বিল নেলসন এই তথ্য প্রকাশ করেন।

আনুষ্ঠানিক বিবৃতিতে নাসা জানায়, শুক্র গ্রহে দুই অভিযানের শুরুতে এর পরিবেশ ও বায়ুমণ্ডল সম্পর্কিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। এরপর দ্বিতীয় অভিযানে গ্রহটির ভূতাত্ত্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করবে নাসা।

বিল নেলসন আরও জানান, ৩০ বছর পর এই প্রথম কোন গ্রহের পরিবেশ সম্পর্কে জানতে চেষ্টা করবেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে শুক্র গ্রহকে নতুন করে আবিস্কার করা হবে বলে আশাবাদী তিনি।

হাজার হাজার বছর আগে এই গ্রহে পানির অস্তিত্ব ছিল বলেও বিশ্বাস করেন অনেকে। তবে এর অতিরিক্ত তাপমাত্রা ও ৯০ গুণ দূষিত পরিবেশ একে বসবাসের অযোগ্য করে তুলেছে।
তবে শুক্র গ্রহের আবহাওয়া পৃথিবীর সঙ্গে মিল থাকায় বাসযোগ্য গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে আরও কিছু তথ্যের খোঁজ করতে চাচ্ছে নাসা। 

এছাড়াও শুক্রের আবহাওয়া পরিবর্তনের ইতিহাস জানতেও এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিল নেলসন।

আরও সংবাদ