২৪ জুন কী চমক আনছে মাইক্রোসফট

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২১, ১০:৪৫ এএম ২৪ জুন কী চমক আনছে মাইক্রোসফট

মাইক্রোসফট আগামী ২৪ জুনের পর উইন্ডোজ ১১ বাজারে আনতে পারে। তবে চলমান উইন্ডোজ-১০ কে এই নতুন এই উইন্ডোজ-১১ ভার্সনে আপডেট সুবিধা নাও থাকতে পারে অর্থ্যাৎ এই ভার্সনটি নতুন করে কিনে নিতে হবে।    

সম্প্রতি প্রকাশিত এক টিজারে এমন তথ্য দিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

জানা গেছে, মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না। প্রতিষ্ঠানটি এবার উইন্ডোজ ১১ বাজারে আনতে যাচ্ছে। যা আগের সব ভার্সনকে ছাপিয়ে যাবে।

তবে উইন্ডোজ ১১ জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৪ জুন পর্যন্ত। ওইদিন আড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের আগামী পরিকল্পনা নিয়ে মুখ খুলবে বলে জানিয়েছে। ওই অনুষ্ঠানে উইন্ডোজ ১১-এর আত্মপ্রকাশ ঘটতে পারে।