বিশ্বকাপ ২০১৯ 

স্কোরকার্ডে থাকছে ৫০০ রানের হিসাব 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৩:২৩ পিএম স্কোরকার্ডে থাকছে ৫০০ রানের হিসাব 

আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরে যে রান বন্যার দেখা মিলবে, তা নিয়ে খুব একটা সংশয় নেই। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ইংল্যান্ড যেভাবে ৩০০ থেকে সাড়ে ৩০০ রানের অধিক রান চেস করে ম্যাচ জিতছে, তাতে সেই ধারণা এখন রীতিমতো শক্ত বিশ্বাসেই পরিণত হয়েছে। 

অনেকে তো আবার ধরেই নিয়েছেন প্রথমবারের মতো ক্রিকেট বিশ্ব ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে প্রথমবারের মতো ৫০০ রানের স্কোর দেখার সাক্ষী হতে চলেছে। কেউ আবার এক ধাপ এগিয়ে এমনটিও ভবিষৎবাণী করতে ছাড়ছেন না যে ওয়ানডেতে প্রথম ৫০০ রান করা দলটি নাকি হবে স্বাগতিক ইংল্যান্ড! 

রান বন্যার পূর্বাভাসের জন্য অফিসিয়াল স্কোরকার্ডে পরিবর্তন আনা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অফিসিয়াল স্কোরকার্ডে ৫০০ রান পর্যন্ত হিসাব রাখার সুযোগ আছে। 

প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৪৮১ রান। গত বছরের ১৯ জুন নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ড। তাই হয়তো ধরেই নেয়া হয়েছে প্রথম দলীয় ৫০০ রান তাই ইংল্যান্ডই করবে। আদৌ কি তা হবে? উত্তর জানতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে চোখ রাখতে হবে। 

আরআইএস