অজিদের বল টেম্পারিংয়ের কথা সবাই ভুলে যাবে: বাটলার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০১৯, ১০:১৩ এএম অজিদের বল টেম্পারিংয়ের কথা সবাই ভুলে যাবে: বাটলার

ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারের বিশ্বাস, প্রাথমিকভাবে দর্শকদের কাছ থেকে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও শীঘ্রই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের বল টেম্পারিং কেলেঙ্কারির কথা সবাই ভুলে যাবে। 

ইএসপিএন ক্রিকইনফোর এক সাক্ষাৎকারে বাটলারকে জিজ্ঞেস করা হয়, 'বিশ্বকাপে তো অবশ্যই ওয়ার্নার ও স্মিথের অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে হবে, এ ব্যাপারে কেমন অনুভব করছেন? দর্শকরাই বা কেমন প্রতিক্রিয়া জানাবেন?' 

উত্তরে বাটলার বলেন, 'সত্যি কথা বলতে আমি জানি না কি ঘটতে চলেছে তাদের সাথে। প্রাথমিক অবস্থায় দর্শকরা হয়তো নেতিবাচক কিছু প্রতিক্রিয়া জানাবেন, তবে শীঘ্রই তাদের কর্মকাণ্ড মানুষ ভুলে যাবে বলে আমার বিশ্বাস। আপনারা দেখেছেন, আইপিএলে প্রত্যাবর্তনের পর তারা ভালোভাবেই মানিয়ে নিয়েছে। তারা ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই তাদের খেলা নিয়েই কথা বলেছে। আমি মনে করি এখানেও প্রাথমিক কিছু প্রতিক্রিয়ার পর সেরকমই সবকিছু চলতে থাকবে।' 

এমএইচএস