রান ক্ষুধা বেড়েছে আমলার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০১:২৯ পিএম রান ক্ষুধা বেড়েছে আমলার

অভিষেকের পর থেকেই দক্ষিণ আফ্রিকা দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানের তকমা পেয়ে আসছেন হাশিম আমলা। সম্প্রতি এই দক্ষিণ আফ্রিকান উদ্বোধনী ব্যাটসম্যান জানিয়েছেন, আগের যেকোনো সময়ের তুলনায় তার রান ক্ষুধা এখন অনেক বেশি। আসন্ন বিশ্বকাপের জন্য আমলা এখন অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ।  

আমলা বলেন, ' আগের যেকোনো সময়ের তুলনায় এখন আমি রানের জন্য বেশি ক্ষুধার্ত। মাঝে কিছুদিন বিরতিতে ছিলাম, এখন আবার দেশের জার্সি পরতে পেরে ভালো লাগছে। বিরতিটা আমাকে আরও শক্তিশালী হয়ে ফিরতে সাহায্য করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন যা ঘটে ভালোর জন্যই ঘটে।' 

দক্ষিণ আফ্রিকার হয়ে এবার নিজের তৃতীয় বিশ্বকাপ খেলবেন হাশিম আমলা। ইংল্যান্ডের মাটিতে তিনি সবসময়ই বেশ সাবলীল। তিনি বলেন, 'এটা আমার তৃতীয় বিশ্বকাপ এবং আমি জানি এখানে কি করতে হবে। ইংল্যান্ডে আমার খুব ভালো রেকর্ড রয়েছে। এখানে আমি সর্বদাই উপভোগ করি।'  

আগামী ৩০ মে ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে ফেবারিট মানেন আমলাও, তবে নিজেদের আন্ডারডগ ট্যাগটা তাদের চাপমুক্ত হয়ে বিশ্বকাপে নামতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। 

আমলা বলেন, 'দিনশেষে আমরা সবাই নিজেদের সেরাটা দিই এবং জয়ের জন্য খেলি। আমাদের নিয়ে এবার খুব বেশি কথা হচ্ছে না তার মানে হলো বিশ্বকাপে আমাদের ওপর প্রত্যাশার চাপও কম থাকবে। তবে দলের ভেতরে আমরা ভালো করার জন্যই পরিকল্পনা করছি।'  

এমএইচএস