বিশ্বকাপের আগেই ক্রিকেটারদের ইনজুরির মিছিল

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৯:৪৩ এএম বিশ্বকাপের আগেই ক্রিকেটারদের ইনজুরির মিছিল
আঙুলের ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের

আর মাত্র ৪ দিন পর শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের আগে দলগুলোর শিবিরে হানা দিচ্ছে একের পর এক ইনজুরি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে ইয়ন মরগান প্র্যাকটিস সেশনে আঙুলে আঘাত পান। পরে জানা যায়, মরগানের আঙুলের হাড়ে চিড়ও ধরেছে। তবুও নিজেকে ফিট দাবি করে আগামী ৩০ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলার ঘোষণা দিয়েছেন ইংলিশ অধিনায়ক। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েছেন শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান আভিশকা ফার্নান্ডো। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন কি না, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের বিপক্ষে প্রস্ততি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। ২৩ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন এই আফগান ব্যাটসম্যান।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময় ব্যাটিং করার সময় কনুইয়ের নিচে আঘাত পান ভারতীয় ব্যাটসম্যান বিজয় শঙ্কর। মোহাম্মদ খলিলের বলে আঘাত পাওয়া শঙ্করের স্ক্যান রিপোর্টের ফলাফল ভালো আশায় অবশ্য স্বস্তিতেই আছে টিম ইন্ডিয়া। আইপিএলে কাঁধের ইনজুরিতে পড়া কেদার যাদবও সুস্থ হয়ে উঠেছেন।

আরআইএস