অজিদের বিপক্ষে ম্যাচে টস নিয়ে যা বললেন নান্নু

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৯, ১১:০৮ এএম অজিদের বিপক্ষে ম্যাচে টস নিয়ে যা বললেন নান্নু

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার রাস্তা সহজ করার ম্যাচে টস কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, তা নিয়ে নিজের বক্তব্য প্রদান করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নান্নু বলেন, ফ্ল্যাট উইকেটে টস খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে না। সকালে অবশ্য ময়েশ্চার থাকতে পারে। এমনটি হলে আগে ব্যাট করলে সকালে উইকেট টিকিয়ে রেখে নিরাপদে পার করতে পারলে বাকি পথ ভালোভাবে পার করা যাবে।

বাংলাদেশ দলের আত্মবিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় রান তাড়া করে জয়লাভ করায় দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। 

সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি এখন তরুণ ক্রিকেটারদের পারফর্ম করার কারণে তাদের উপরেও আস্থা রাখা যায় জানিয়ে বিসিবির প্রধান নির্বাচক বলেন, এখন সবাই ভালো খেলছে। ইনজুরি সমস্যায় পড়ে গেলে এখন রিপ্লেস করতে সমস্যা হবে না। 

ইনজুরির জন্য একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে জানিয়ে টিম কম্বিনেশন অরশঙ্গে নান্নু আরও বলেন, তিন পেসারের বেশি খেলানোর সম্ভাবনা নেই। স্পিনারদের উপর আমাদের নির্ভর থাকা লাগবে। 

আরআইএস