পথভ্রষ্ট পাকিস্তান, বরখাস্ত মহসীন খান

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৫:৪৪ পিএম পথভ্রষ্ট পাকিস্তান, বরখাস্ত মহসীন খান

বিশ্বকাপ চলাকালীন সময়েই বরখাস্ত হলেন পাকিস্তান ক্রিকেট কমিটির প্রধান মহসীন খান। আজ বৃহস্পতিবার (২০ জুন) বিশ্বকাপে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের জের ধরে তাকে বরখাস্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

গত অক্টোবরে ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মহসীন খান। দেশের ক্রিকেটের উন্নতির জন্য পিসিবির পরামর্শই দেয়া ছিল তার প্রধান কাজ। কিন্তু বোর্ড মনে করছে, এ কাজে সম্পূর্ণ ব্যর্থ মহসীন খান। 

পিসিবি জানয়েছে, বোর্ডের চেয়ারম্যান এহসান মণির সঙ্গে বৈঠকে বসেছিলেন মহসীন খান। সেখানেই তাকে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। 

এদিকে মহসীন খানের নেতৃত্বে এই প্যানেলে আরও ছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম, মিসবাহ-উল-হক এবং উরুজ মুমতাজ। তারা স্ব-স্ব পদেই থাকছেন। কিন্তু এখন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াসিম খান। 

এসএইচএস