আফগানদের বিপক্ষে টাইগারদের পরিকল্পনায় বাধা হবে বৃষ্টি! 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ১২:০৩ পিএম আফগানদের বিপক্ষে টাইগারদের পরিকল্পনায় বাধা হবে বৃষ্টি! 
সাউদাম্পটনের রোজ বোলে আজ মোটেও এমন আবহাওয়া প্রত্যাশা করছে না বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ফটো

প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কঠিন হলেও আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে সেই পথে যাওয়ার রাস্তা সুগম করতে উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ জেতার জন্য নিজস্ব পরিকল্পনা তৈরি থাকলেও তা বৃষ্টি ভেস্তে দিতে পারে বলে শঙ্কা জেগেছে।

সোমবার (২৪ জুন) সাউদাম্পটনের রোজ বোলে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) ম্যাচটি শুরু হবে। 

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও বিকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এমনটি হলে পরে ব্যাট করতে নামা দলের ৫০ ওভার ব্যাট করতে পারার সুযোগ নষ্ট হবে। এক্ষেত্রে ওভার কাটা হবে এবং বৃষ্টি আইনে পরে ব্যাট করতে নামা দলের নতুন লক্ষ্যে রান তাড়া করা লাগবে। বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে পরে ব্যাট করা দল কমপক্ষে ২০ ওভার ব্যাটিং করে ফেললে আইনের মারপ্যাঁচে ফলাফল বের করা হবে। 

যেহেতু দিনের প্রথমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তাই ম্যাচ পরিত্যক্ত হবে না তা নিশ্চিত। তবে বৃষ্টির কারণে ফলাফল যদি বাংলাদেশের বিপরীতে চলে যায়, তাহলে শেষ চারে যাওয়া তাদের জন্য ভয়ানক কঠিন হয়ে যাবে।

আরআইএস