জাতীয় লীগে কে কোন দলে?

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৯, ০৭:০৩ পিএম জাতীয় লীগে কে কোন দলে?
সংগৃহীত ছবি

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ২১তম জাতীয় লীগে। যেখানে দুই স্তরে খেলবে মোট আটটি দল। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ১৪ জন করে ক্রিকেটার। আসন্ন জাতীয় লীগে কোন ক্রিকেটার কোন দলে খেলছেন দেখে নেয়া যাক সেই তালিকা-

প্রথম স্তর :

রাজশাহী

জুনাইদ সিদ্দিক, মিজানুর রহমান, জহুরুল ইসলাম, অভিষেক মিত্র, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোহাইমিনুল খান, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শফিকুল ইসলাম, সাকলাইন সজিব, শাখির হোসেন (উইকেটকিপার), মোহর শেখ অন্তর

খুলনা

ইমরুল কায়েস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তুষার ইমরান (বিপ টেস্টে পাশ সাপেক্ষে), নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানুজ্জামান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, হাসানুজ্জামান

ঢাকা

নাদিফ চৌধুরি, শুভাগত হোম, রকিবুল হাসান, রনি তালুকদার, আব্দুল মজিদ (বিপ টেস্টে পাশ সাপেক্ষে), তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফ হাসান, শাহাদাত হোসেন, জয়রাজ শেখ, সালাউদ্দিন শাকিল, সুমন খান, শাকিল আহমেদ (উইকেটকিপার), রিদয় খান, জুবাইর হোসেন

রংপুর

মেহেদি মারুফ, ফারদিন হাসান অনি, মাহমুদুল হাসান লিমন, নাঈম ইসলাম, নাসির হোসেন, তানবির হায়দার, সোহরাওয়ার্দি শুভ, আলাউদ্দিন বাবু, সাজিদুল ইসলাম, শুভাশীষ রয়, সনজিত সাহা, রবিউল হক, মাইশুকুর রহমান, হামিদুল ইসলাম হিমেল

দ্বিতীয় স্তর :

ঢাকা মেট্রো

সাদমান ইসলাম, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ, মার্শাল আইয়ুব, আল-আমিন, জাবিদ হোসেন, সৈকত আলি, আরাফাত সানি, মোহাম্মদ শহিদুল, আবু হায়দার রনি, মানিক খান, মোহাম্মদ ইলিয়াস, আমিনুল ইসলাম বিপ্লব

সিলেট

ইমতিয়াজ হোসেন, জাকির হাসান, জাকির আলি অনিক, অলক কাপালি, শাহনুর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস জাবেদ, আবু জায়েদ চৌধুরি রাহি, ইমরান আলি এনাম, এবাদত হোসেন, তৌফিক খান তুষার, নাসুম আহমেদ, রুহেল মিয়া, মিজানুর রহমান সায়েম, রেজাউর রহমান রাজা

বরিশাল

কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক সৈকত, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজি (বিপ টেস্টে পাশ সাপেক্ষে), ফজলে রাব্বি মাহমুদ, মনির হোসেন খান, সালমান হোসেন ইমন, নুরুজ্জামান, তানভির ইসলাম, শামসুল ইসলাম অনিক, তৌহিদুল ইসলাম রাসেল (বিপ টেস্টে পাশ সাপেক্ষে), মইন খান, রাফসান মাহমুদ

চট্টগ্রাম

তামিম ইকবাল, মুমিনুল হক (অধিনায়ক), সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলি রাব্বি, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন (উইকেটকিপার), মাসুম খান টুটুল, মেহেদি হাসান (অ-১৯), নোমান চৌধুরি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, সাকাওয়াত হোসেন, ইরফান শুক্কুর, নাঈম হাসান।

আরও সংবাদ