‘ক্রিকেটাররা ক্যাম্পে গেলে যাবে, না গেলে নাই’

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ০৫:০১ পিএম ‘ক্রিকেটাররা ক্যাম্পে গেলে যাবে, না গেলে নাই’

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকার প্রেক্ষিতে মঙ্গলবার (২২ অক্টোবর) বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে নমনীয় হওয়ার পরিবর্তে তাকে দেখা গেছে কঠোর রূপে। 

আগামী ২৫ তারিখ থেকে ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। তবে সোমবার ক্রিকেটাররা জানিয়েছেন দাবি মানা না হলে সেখানেও যোগ দিবেন না তারা। বিসিবি সভাপতি বললেন, ক্রিকেটাররা ক্যাম্পে যোগ না দিলে তাদের কিছু করার নেই।

তিনি বলেন,‘দাবি পেশ না করে, সুযোগ না দিয়ে খেলা বন্ধের কথা আগে কি করে আসে? এটা চিন্তার বিষয়। আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। তারা গেলে যাবে না গেলে নাই। দেশবাসিকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে তারা। তবে আলোচনার জন্য দরজা খোলা আছে।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে ডিএস্টাবলাইজ (অচল) করতে একটা ষড়যন্ত্র চলছে, এটা অনেকেই জানেন। সরকারের এমন কেউ নাই যে জানে না, কারা করছে তাও আমরা জানি। কে কে করছে তাও আমরা জানি, এমন না যে জানি না। আপনারাও জানেন।’

আরও সংবাদ