• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ০৩:২০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০১৯, ০৪:৪২ পিএম

ক্রিকেটাররা ধর্মঘট ডেকেছে এখনো বিশ্বাসই হচ্ছে না : পাপন

ক্রিকেটাররা ধর্মঘট ডেকেছে এখনো বিশ্বাসই হচ্ছে না : পাপন

হঠাৎই ক্রিকেটারদের ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটে নেমে এসেছে স্থবিরতা। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় ক্রিকেটাররা। এই দাবি না মেনে নেয়া হলে ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে গুটিয়ে নেয়ার ঘোষণা দেন তারা। 

ক্রিকেটারদের এমন কাণ্ডে বিস্মিত নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই বিস্ময়কর। এটা আমার বিশ্বাসই হচ্ছে না। এর পিছনে আরও কয়েকটা কারণ আছে। সবার সাথেই আমার ব্যক্তিগত সম্পর্ক আছে আমার চেয়ে বেশি তাদের সাথে কেউ মেশেনি। তাদের যেকোনো সমস্যা আমার কাছে বলে।’

তিনি আরও বলেন, ‘এখনো পর্যন্ত কোনো খেলোয়াড় বলতে পারবে যে ওরা আমাদের কাছে কিছু চাইছে, অথচ আমরা তাদের দেইনি? একজন ক্রিকেটারও আছে? ২৪ কোটি টাকা দিয়েছি ওদের আমরা পারফরম্যান্সের বোনাস হিসেবে। কী পরিমান ফ্যাসিলিটিজ, সুযোগ-সুবিধা ওদের বাড়ানো হচ্ছে। অথচ টাকার জন্য ওরা খেলা বন্ধ করে দিবে? এটা কী বিশ্বাস করার মতো!'

এমএইচবি