ক্রিকেটের সংকট নিরসনের দায়িত্ব মাশরাফীকে দিলেন প্রধানমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ১১:০৯ এএম ক্রিকেটের সংকট নিরসনের দায়িত্ব মাশরাফীকে দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটের চলমান সংকট নিরসনে ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনের স্বাধীনতা, পারিশ্রমিক বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেটের সংস্কার, চুক্তি কাঠামোর পরিবর্তনসহ  সর্বমোট ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকেন ক্রিকেটাররা।

এই দাবি আদায় না হলে সব ধরণের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণা দেন তারা। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২২ অক্টোবর) বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সংবাদ সম্মেলন করেন তিনি।

যেখান থেকে সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালেই মাশরাফীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। মাশরাফীর কাছ থেকে বর্তমান অবস্থা জেনে তাকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন প্রধানমন্ত্রী। বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একটি জাতীয় দৈনিক।

আরও সংবাদ