ভারতের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ১০:০৩ এএম ভারতের ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ
ইন্দোর টেস্টের তৃতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে। ফটো : গাজী টিভি

বাংলাদেশের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে ভারত ইন্দোর টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করতে না নেমে ৬ উইকেটে ৪৯৩ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। বাংলাদেশ ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। 

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় হলকার স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। টাইগারদের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন সাদমান ইসলাম ও ইমরুল কায়েস।  

এদিকে, দ্বিতীয় দিনের খেলা শেষের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কোনো সন্দেহ নেই দলের কাঠামোগত বদল আনতে হবে। না হলে ফল একই হতে থাকবে। নির্বাচকদের সঙ্গে বসে সামনে এগোনোর পথ খুঁজে বের করতে হবে। 

তিনি বলেন, আমাকে চিহ্নিত করতে হবে কোন কোন খেলোয়াড় দলকে সামনে এগিয়ে নিতে পারবে। যদি আমাদের নতুন মুখ নিয়ে এগোতে হয়, কিছুটা সময় ভুগতে হয়, আমার মনে হয় বর্তমানে যা হচ্ছে সেটির চেয়ে খারাপ কিছু হবে না। হ্যাঁ, এই দলে দারুণ কিছু খেলোয়াড় আছে তাদের সম্মান করতে হবে। বাংলাদেশের হয়ে তাদের পারফরম্যান্সকে সম্মান জানাতে হবে। তবে দলের স্বার্থই আপনাকে বড় করে দেখতে হবে।

আরআইএস