২৮ ক্রিকেটার ডাক পেলেও পাননি মাশরাফী

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৭:৪৫ পিএম ২৮ ক্রিকেটার ডাক পেলেও পাননি মাশরাফী

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা একটা সময় দলের অপরিহার্য সদস্য ছিলেন। সব জায়গাতেই ছিলেন চাহিদার তুঙ্গে। কিন্তু গত বিশ্বকাপের পর থেকেই কেমন যেন অবহেলার পাত্র হয়ে পড়েছেন তিনি। 

বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফটেও দেখা গেলো সেরকম দৃশ্য। বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে ‍প্রথম দফায় সাত দলে মোট ২৮ জন ক্রিকেটারকে ডাকা হলেও কোনো দলই আগ্রহ দেখায়নি মাশরাফীকে নিয়ে।

এমনকি সি ক্যাটাগরি থেকে প্লেয়ার দলে ভেড়ালেও এ প্লাস ক্যাটাগরিতে থাকা মাশরাফীকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউ। যে ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। 

এমএইচবি/আরআইএস