উড়ন্ত জয়ে সোনার পথে আরও একধাপ এগিয়েছে নারী ক্রিকেট দল

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ১২:০৬ পিএম উড়ন্ত জয়ে সোনার পথে আরও একধাপ এগিয়েছে নারী ক্রিকেট দল
ফাইল ছবি

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা ছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। এবার সেটাও ছাড়িয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। এসএ গেমসের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৭৪ বল বাকি থাকতে জয়টা এসেছে কোনো উইকেট না হারিয়েই। সোনার পথেও নারী ক্রিকেটে আরও একধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আগের ম্যাচের মতোই এই ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের অভিষিক্ত রাবেয়ার তোপের মুখে পড়ে নেপালের মেয়েরা। 

৪ ওভার বল করে দুই মেইডেনসহ ৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন রাবেয়া। এছাড়া জাহানারা ২, সালমা, নাহিদা ও ফাহিমা পান একটি করে উইকেট। নেপালের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন অধিনায়ক রুবিনা ছেত্রি, দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন আর মাত্র দুই জন। সনু খাদকা ১২ ও ইন্দো বার্মা করেন ১০ রান। নেপাল গুটিয়ে যায় মাত্র ৫০ রানে। 

জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়েই ৭৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৪ চারে ২৪ বলে মুরশিদা ২৩ ও ৩ চার ও ১ ছক্কায় ২২ বলে আয়শা রহমান করেন ২৬ রান।  

এমএইচবি