এসএ গেমস

একদিনে বাংলাদেশের সোনার হ্যাটট্রিক

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৩:৩১ পিএম একদিনে বাংলাদেশের সোনার হ্যাটট্রিক
সংগৃহীত ছবি

আগের তিনদিনের যে আক্ষেপ তা বোধ হয় একদিনেই পুষিয়ে দিতে চাইছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এসএ গেমসের ষষ্ঠ দিনে নেপাল থেকে আসছে একের পর এক সোনা জয়ের খবর। যার শুরুটা করেছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, তারপর একই ডিসিপ্লিন থেকে স্বর্ণ জেতেন জিয়ারুল ইসলাম। 

এবার ফ্রেন্সিংয়ে নারীদের ব্যক্তিগত সেভার ইভেন্টে স্বর্ণ জিতেছেন ফাতেমা মুজিব।

এর আগে শনিবার ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২০ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪২ কেজি) মিলিয়ে ২৬২ কেজি তুলে সেরা হন জিয়ারুল। মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে শ্রীলঙ্কার প্রিয়ান্থি ও নেপালের দেবিকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন মাবিয়া।

স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি সহ মোট ১৮৫ কেজি ওজন তুলে সেরা হয়েছেন তিনি। স্ন্যাচে ৮৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি সহ প্রিয়ান্থি মোট তুলেছেন ১৮৪ কেজি ওজন। স্ন্যাচে ৭৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজি সহ মোট ১৭২ কেজি ওজন তুলেছেন তারা দেবী।

এমএইচবি