সোমার পর আর্চারিতে স্বর্ণ জিতেছেন সোহেল

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ১১:০৬ এএম সোমার পর আর্চারিতে স্বর্ণ জিতেছেন সোহেল
সংগৃহীত ছবি

এবারের এসএ গেমসে বাংলাদেশের আর্চারিকে ঘিরে স্বপ্ন ছিল অনেক। সেই প্রত্যাশার প্রতিদান দিয়ে চলেছেন দেশের আর্চাররা। একের পর এক স্বর্ণ এনে দিচ্ছেন তারা। রোববার ৬ ইভেন্টের সবগুলোতে স্বর্ণ জেতার পর সোমবারও বজায় থেকেছে সে ধারা। 

দিনের শুরুতে সোমা বিশ্বাসের পর এবার স্বর্ণ জিতেছেন সোহেল। শ্রীলঙ্কার প্রতিযোগিকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন সোমা। তারপর পুরুষ কম্পাউন্ড এককের ফাইনালে ১৩৭-১৩৬ স্কোরে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে সোনার পদক জিতে নেন সোহেল রানা। আর্চারিতে এ নিয়ে ৮টি সোনার পদক পেলো বাংলাদেশ। আর সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের স্বর্ণপদক হলো ১৬টি। 

নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে এটি নিয়ে মোট ১৫টি সোনা জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে প্রতিযোগিতার ইতিহাসে এটাই দেশের সেরা সাফল্য। আগেরটি ছিল ১৯৯৫ সালে মাদ্রাজে পাওয়া ৭টি সোনা। হাতছানি আছে ২০১০ সালে সর্বোচ্চ ১৮ সোনা জয়কে ছাড়িয়ে নতুন উচ্চতায় ওঠার।