ক্রিকইনফোর একাদশেও নেতৃত্বের ভার আকবরের

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২০, ১১:০৮ এএম ক্রিকইনফোর একাদশেও নেতৃত্বের ভার আকবরের

প্রথমবারের মতো বিশ্বজয় করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেকোনো ধরনের খেলাতেই এটি প্রথম বিশ্বকাপ বাংলাদশের। আর এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যুব দলের অধিনায়ক আকবর আলী। আইসিসির ঘোষিত যুব বিশ্বকাপের অধিনায়ক হিসেবেও তাই বেছে নেয়া হয়েছিল আকবরকে। এবার তাকে অধিনায়ক করেই নিজেদের যুব বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। 

তাদের ঘোষিত এই দলে আকবর আলী ছাড়াও আরো একজন বাংলাদেশি সুযোগ পেয়েছেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল হাসান জয় রয়েছেন তালিকায়। এই তালিকায় রানার্সআপ ভারতের আছেন সর্বোচ্চ তিনজন। এছাড়া দু’জন রয়েছেন আফগানিস্তান থেকে। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও কানাডার রয়েছেন একজন করে।

ক্রিকইনফোর বিশ্বকাপ একাদশ:

যশস্বী জয়সোয়াল (ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), অখিল কুমার (কানাডা), আকবর আলী (উইকেটরক্ষক-অধিনায়ক), ড্যান মৌসলি (ইংল্যান্ড), নাঈম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস্টিয়ান ক্লার্ক (নিউজিল্যান্ড), শফিকউল্লাহ ঘাফারি (আফগানিস্তান), রবি বিষ্ণুই (ভারত) ও কার্তিক ত্যাগি (ভারত)।