মুশফিকের বাড়ির লোকও খেলে এসেছে পাকিস্তানে : পাপন

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৪:৪৫ পিএম মুশফিকের বাড়ির লোকও খেলে এসেছে পাকিস্তানে : পাপন

পাকিস্তান সফর নিয়ে নানা টালবাহানার পর ইতোমধ্যে দুইবার পাকিস্তান সফর করে এসেছে বাংলাদেশ। কিন্তু দুই দফায় একটি ম্যাচও জিততে পারেনি। তার মধ্যে তো টেস্টে ইনিংস ব্যবধানেও হেরেছে মুমিনুল হকরা। এই দুই দফায় একবারও পাকিস্তানে যাননি মুশফিকুর রহিম। 

তৃতীয় দফায় পাকিস্তানে গিয়ে একটি টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানেও না যাওয়ার কথা আগেই জানিয়ে রেখেছেন মুশফিকুর রহিম। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, এবার যাওয়া উচিত দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। 

তিনি বলেন, ‘আমরা আশা করছি ও (মুশফিক) যাবে। শুধু সে না প্রতিটি চুক্তিবদ্ধ খেলোয়াড়ের যাওয়া উচিত। এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। দেশের কথাও চিন্তা করতে হবে। সবসময় নিজের কথা চিন্তা করলে হবে না। যেটি আমি ব্যক্তিগভাবে মনে করি। প্রত্যেকের কাছেই নিজের কথা পরিবারের কথা গুরুত্বপূর্ণ কিন্তু দেশটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

এসময় মাহমুদউল্লাহর পাকিস্তান সফরের কথা মনে করিয়ে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘মুশফিকের বাড়ির লোকও তো খেলে আসছে। তো মাহমুদউল্লাহর কিছু হয়ে গেলে, পরিবারের কিছু হতো না? শুধু ওর (মুশফিক) বেলায়ই পুরো পরিবারের কান্নাকাটি? শুধু ওর ব্যাপারেই চিন্তিত? বিষয়টা কি এমন কিছু? মুশফিক এখন মাহমুদউল্লাহর কাছ থেকেও শুনতে পারে যে, ওখানে (পাকিস্তান) কী অবস্থা বা কী হয়েছে?’

তিনি যোগ করেন, ‘ও (মুশফিক) চাইলে সতীর্থদের কাছ থেকে শুনতে পারে, আমাদের কাছ থেকে শুনতে পারে (পাকিস্তানে নিরাপত্তার কথা), তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। পাকিস্তান একটা ভিন্ন ইস্যু। মুশফিক নিজে থেকে (না যাওয়ার কথা) বলেছে আমাদের, কাউকে আমরা জোর করিনি। আমি মনে করি সবার সাথে কথাবার্তা বলে ওর এবার যাওয়া উচিত।’

এমএইচবি