টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটের মেয়াদ বাড়ল

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২০, ০৫:৪৯ পিএম টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটের মেয়াদ বাড়ল

চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনাভাইরাসের কারণে স্থগিতের ঘোষণা আসে গতকাল সোমবার। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে কথা ওঠে, যারা টিকিট নিয়েছে বিশ্বকাপের জন্য সেসব টিকিটের কী হবে।

অস্ট্রেলিয়াতে এবারের আসর অনুষ্ঠিত হবার কথা থাকলেও স্থগিত হয়ে যাওয়ায় পর আইসিসি জানায়নি ভেন্যুর ব্যপারে। তবে আইসিসির চেয়ারম্যান পদ খালি থাকায় সিদ্ধান্তটা নিতে একটু সময় লাগতে পারে সেটাও স্বাভাবিক।

তবে টিকিটের ব্যপারে আইসিসি জানিয়ে দিয়েছে, স্থগিত হওয়া বিশ্বকাপের টিকিটের মেয়াদ বাড়ছে এক বছর। অর্থাৎ, এই টিকিট দিয়ে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করতে পারবে দর্শকরা।
এক্ষেত্রে শর্ত দেয়া আছে, যদি অস্ট্রেলিয়াতেই বসে আসর তবে পুরনো টিকিট দিয়ে দেখা যাবে ম্যাচ আর ভেন্যু পরিবর্তন হলে সেক্ষেত্রে টিকিটের টাকা ফেরত দেয়া হবে।

জাগরণ/এম.ইউ

আরও সংবাদ