ফ্রেঞ্চ ওপেনে দর্শক উপস্থিতি থাকবে ১ হাজার

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০, ০২:৪১ পিএম ফ্রেঞ্চ ওপেনে দর্শক উপস্থিতি থাকবে ১ হাজার

মহামারি করোনাভাইরাসের কারণে আসন্ন ফ্রেঞ্চ ওপেনে দর্শক সংখ্যা কমানো হবে বলে আগেই জানানো হয়েছিল। ক্লে কোর্টে সাধারণত দর্শক থাকে প্রায় ৩৫ হাজার। করোনা পরিস্থিতির কারণে এবার তা কমে ১১ হাজার ৫০০ জনে নামার কথা ছিল। কিন্তু এবার সেই সংখ্যা কমিয়ে ১ হাজারে আনা হয়েছে। 

মূলত কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্স সরকারের নতুন বিধি-নিষেধ আরোপের ফলেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ। নতুন বিধি-নিষেধের প্রেক্ষিতে সকল টিকিটধারীরা এখন কোর্টে প্রবেশের অনুমতি পাবেন না। ড্রয়ের মাধ্যমেই ১ হাজার ভাগ্যবান দর্শকদের বাছাই করে নেয়া হবে।

যারা প্রবেশ করতে পারবেন না, তাদের অবশ্য পুরোপুরি হতাশ করছে না ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। রিফান্ডের সুযোগ তো থাকছেই, একইসঙ্গে যারা এ বছর ক্লে কোর্টে খেলা দেখা থেকে বঞ্চিত হবেন; তারা আগামী বছরের ইভেন্টে টিকেট কেনার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। 

ফ্রেঞ্চ ওপেনে দর্শকদের উপর এমন কড়াকড়ি আরোপের ফলে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনও বেশ দুঃখ প্রকাশ করলেও তাদের সামনে আর কোনো বিকল্প রাস্তা খোলা ছিল না। ফ্রান্সে আকস্মিকভাবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণেই তাদের এমন কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

এসইউ