রাজস্থানের জয়রথ থামাল কলকাতা

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১, ২০২০, ০৯:০৯ এএম রাজস্থানের জয়রথ থামাল কলকাতা

চলিত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম হারের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। 

বুধবার (৩০সেপ্টেম্বর)  রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৭ রানে হেরেছে স্টিভেন স্মিথের দল।

নিজেদের ঠিক আগের ম্যাচে ২২৪ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়া রাজস্থান এদিন ১৭৫ রান তাড়া করতে পারেনি।

তিন ম্যাচ খেলে এটা কলকাতার দ্বিতীয় জয়। অন্যদিকে তৃতীয় ম্যাচে প্রথম হারের মুখ দেখলো রাজস্থান। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান করে কলকাতা। ওপেনার শুভমান গিলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৭ রান। এছাড়া ইয়ন মরগ্যান ৩৪ ও আন্দ্রে রাসেল ২৪ রান করেন। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন জোফরা আর্চার।

জবাব দিতে নেমে ম্যাচের কোনো সময়ই রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি রাজস্থান; বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সমর্থ হয় রাজস্থান। সর্বোচ্চ ৫৪ রান করেন টম কুর্যান।

উল্লেখ্য, ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে কলকাতা। সমান পয়েন্ট নিয়ে রাজস্থান আছে চতুর্থ স্থানে।

জাগরণ/এমআর