পিছিয়ে পড়েও জিতল আর্সেনাল

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০, ১১:২৫ এএম পিছিয়ে পড়েও জিতল আর্সেনাল
বলদি খেলোয়াড় হিসেবে নেমেই বাজিমাত করলেন পিয়েরে এমরিক আবামেউয়াং (ডানে)। ফটো: টুইটার

অস্ট্রিয়ার ক্লাব র‍্যাপিড ভিয়েনার বিপক্ষে পিছিয়ে পড়া সত্ত্বেও ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোলের সুবাদে ইউরোপা লীগে নিজেদের প্রথম ম্যাচে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল।

গত বৃহস্পতিবার রাতে আলিয়াঞ্জ স্তাদিওনে অনুষ্ঠিত ম্যাচে ৩ হাজার দর্শকের উপস্থিতি ছিল। প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হওয়ার পর ৫১ মিনিটের মাথায় গোলরক্ষক বার্নড লেনোর অবিশ্বাস্য ভুলে লিড পেয়ে বসে র‍্যাপিড ভিয়েনা। ডাভিড লুইজের পাস রিসিভ করে বল ছাড়ার পর তিনি সেটি প্রতিপক্ষের খেলোয়াড় এরকান কারার কাছে ছুড়ে দেন। বল পেয়ে কারা সতীর্থ ট্যাক্সিআর্চিস ফাউন্টাসের কাছে পাস দেন। বাম প্রান্তে দাঁড়িয়ে থাকা ফাউন্টাস বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের আনদে ভাসিয়ে দেন।

৭০ মিনিটে নিকোলাস পেপের ফ্রি কিক থেকে বল নিয়ে হেডে গোল করে গানারদের সমতায় ফেরান ডাভিড লুইজ। ৪ মিনিট পর হেক্টর বেলেরিনের কাছ থেকে বল আদায় করে ডান পায়ে লক্ষ্যভেদ করে মিকেল আর্তেতার দলের হয়ে জয়সূচক গোলটি করেন পিয়েরে এমরিক আবামেউয়াং। আর্সেনালের জন্য বেলেরিন-আবামেউয়াং জুটি ম্যাচ শেষে সুপার সাব প্রমাণিত হন। কারণ তারা শুরুর একাদশে ছিলেন না। 

এসইউ