টোকিও অলিম্পিকের টিকেট ফেরতযোগ্য 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০, ১১:২৯ এএম টোকিও অলিম্পিকের টিকেট ফেরতযোগ্য 

টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজক কমিটি জাপানে বিক্রিত টিকেটের অর্থ ফেরত দেয়ার পরিকল্পনা করছে। খুব শীঘ্রই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্থগিতকরণের কারণে লোকজন সম্ভবত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না- এমন বিবেচনায় টিকেটের মূল্য ফেরত দেয়ার পরিকল্পনা করছে কমিটি। তারা বলছেন, নভেম্বরের ১০ তারিখ নাগাদ থেকে অলিম্পিক এবং ডিসেম্বরে প্যারালিম্পিকের জন্য কেনা টিকেট প্রায় ২০ দিন ধরে ফেরত দেয়া গৃহীত হবে।

উল্লেখ্য, জাপানে প্রায় ৪৪ লাখ ৮০ হাজার অলিম্পিক টিকেট এবং প্রায় ৯ লাখ ৭০ হাজার প্যারালিম্পিক টিকেট বিক্রি হয়েছে। অলিম্পিক কমিটি বলেছে, স্থগিতকরণের পরও সেগুলো এখনও বৈধ। কারণ ক্রীড়ার সময় সূচি একই রয়েছে।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারির কারণে চলতি বছর স্থগিত হওয়ার পর আগামী বছর এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচি নির্ধারিত আছে।

এসইউ