রিয়ালের নাটকীয় ড্র 

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০, ১১:০০ এএম রিয়ালের নাটকীয় ড্র 
বাইসাইকেল কিকের ভঙ্গিমায় বাম পায়ের শটে করিম বেনজেমার গোল করেন। ফটো : রয়টার্স

করিম বেনজেমা ও কাসেমিরোর শেষ মুহূর্তের গোলে বরুশিয়া মচেন গ্লাডব্যাচের মাঠে উত্তেজনা ছড়িয়ে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়ে ২-২ ব্যবধানে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। যার ফলে চ্যাম্পিয়ন্স লীগের আসরে টানা ৩ হারের পর অবশেষে পয়েন্টের দেখা পেল জিনেদিন জিদানের শিষ্যরা।

চারদিন আগে এল ক্লাসিকোতে দুর্দান্ত পারফরম্যান্সে ন্যু ক্যাম্প থেকে জয় তুলে এনেছিল লস ব্লাংকোরা। অথচ সেই দলটি মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে উল্টো দুই গোল খেয়ে হারতেই বসেছিল। শেষ ৬ মিনিটের রোমাঞ্চে সম্মান বাঁচিয়েছে চ্যাম্পিয়ন্স লীগে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণ আর বল দখলে প্রতিপক্ষ থেকে রিয়াল এগিয়ে ছিল। কয়েকটি ভালো সুযোগ পেলেও তারা সেটি কাজে লাগাতে সক্ষম হয়নি। বরং ৩৩ মিনিটে খেলার ধারার বিপরীতে ডান দিক থেকে আলেসান প্লায়ের পাসে বল পেয়ে বাম পায়ের জোরালো এক শটে বল জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম। 

বিরতির পর ৫৮ মিনিটের মাথায় থুরাম আবারো গোল করে রিয়াল শিবিরকে অন্ধকারাচ্ছন্ন করে দেন। যথারীতি এবারো বলের জোগানদাতা ছিলেন আলেসান প্লা। তার নেয়া শট গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রতিহত করলেও বল ধরে রাখতে পারেননি। আলগা বল পেয়ে এবাড় দান পায়ের শটে থুরাম লক্ষ্যভেদ করেন।  

দুই গোলে পিছিয়ে পড়ে যেন দিক হারিয়ে দিশেহারা হয়ে যায় রিয়াল। অগোছালো ফুটবল খেলে তারা যেন নিজেদের পরাজয়ের প্রহর গুনতে থাকে। প্রতিপক্ষ যখন শেষ বাঁশি বাজার অপেক্ষায় রয়েছে, তখনই ছয় গজ বক্সে কাসেমিরোর হেড পাসে বল পেয়ে বাইসাইকেল কিকের ভঙ্গিমায় বাম পায়ের শটে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা গোল করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেন। 

ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে সার্জিও রামোসের হেড পাসে বল নিয়েই ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো আলতো টোকায় বল জালে পাঠিয়ে দিলে নাটকীয়ভাবে ড্র নিয়ে রিয়াল মাঠ ছাড়ে। 

গ্রুপের আরেক ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শাখতার দোনেস্ক। 

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শাখতার। মচেন গ্লাডব্যাচ ও ইন্টার মিলানের পয়েন্ট সমান ২। রিয়াল ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে। 

এসইউ