দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে চেস বক্সিং

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১, ০১:৩৬ পিএম দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে চেস বক্সিং

বক্সিং সবাই বোঝে। চেস বা দাবাও তো সবার জানা। কিন্তু চেস বক্সিং? অনেকেই হয়তো জানেনা নতুন এই হাই ব্রিড খেলা সম্পর্কে। যেখানে প্রমাণ করতে হয় শুধু গায়ের জোড়ই নয়; মাথার জোড়ও। ১১ রাউন্ডের খেলা। প্রতি রাউন্ডে চারমিনিট দাবা খেলার পর ২ মিনিট বক্সিং। অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট হয় আজকাল। জনপ্রিয় হয়ে উঠছে পাশের দেশ ভারতেও। ওয়ার্ল্ড চেস বক্সিং অর্গানাইজাশনের প্রেসিডেন্টও এক ভারতীয়ই। কলকাতার মন্টু দাস। 

যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্যে জনপ্রিয় হয়ে উঠছে খেলাটি। নেদারল্যান্ডের লিবে রুবিং মূলত আবিস্কার করেন চেস বক্সিং ২০০৩ সালে। এ বছরের মে মাসে মারা যান তিনি ৪৫ বছর বয়সে। এরপরই মন্টু দাস তার জায়গায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভারতে তিনিই খেলাটি শুরু করেন ২০১১ সালে।