সিরিজ জয়ের লক্ষ্য ১৪৯ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১, ০৩:১৮ পিএম সিরিজ জয়ের লক্ষ্য ১৪৯ 

প্রথম ওয়ানডের মতো মিরপুরে আজ খুব বেশি কুয়াশা ছিল না। এমনকি বৃষ্টিও হয়নি। টসও জিতেছিলেন ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ। তবে আবারও প্রথমে ব্যাটিং করে খুব বেশি সুবিধা করতে পারেনি সফরকারীরা। মাত্র ১৪৮ রানেই গুটিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 

প্রথম থেকেই দেখেশুনে খেলার কৌশল নিয়েছিল সিমন্সের শিষ্যরা। এমনকি প্রথম পাওয়ার প্লেতে মাত্র ২২ রান নিয়েছিল ক্যারিবীয়রা, তবে হারিয়েছিল এক উইকেট। তবে শেষ রক্ষা হয়নি। মধ্যবর্তী ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। দ্বিতীয় থেকে পঞ্চম উইকেটের পতন ঘটে মাত্র ৩৬ থেকে ৫০ রানের ভেতর। এরপর দলের হাল ধরেন রোভম্যান পাওয়েল। তার ৬৬ বলে ৪১ রানের ইনিংসে ভর করেই বাংলাদেশকে ১৪৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় ক্যারিবীয়রা। দলের নতুন মুখ কে’রন ওটলি করেন ২৪ রান। 

বাংলাদেশের হয়ে মাত্র ২৫ রানে চার উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান নিয়েছেন দুটি করে উইকেট।

২.৯৮ গড়ে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪৯ রান। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।