তামিমের পথ ধরে ফিরলেন সাকিবও

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ০২:৩৯ পিএম তামিমের পথ ধরে ফিরলেন সাকিবও

সিরিজ জুড়েই ধীরে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। প্রথম দুই ওয়ানডেতে দলকে থিতু করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিয়েছেন সিরিজের প্রথম অর্ধশতকও। আজ তৃতীয় ওয়ানডেতে পাওয়ার প্লের মধ্যেই দুই উইকেট হারিয়ে যখন বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়, তখনও ধীরেসুস্থে খেলেছেন এই বাঁহাতি ওপেনার। অবশেষে আউট হয়েছেন ব্যক্তিগত ৬৪ রানে, অবশ্য ততক্ষণে ঝুঁকি কমে গেছে অনেকটাই।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২ ওভারে ৪ উইকেটে ২১০ রান। ব্যাট করছেন মুশফিকুর রহিম (৪১*) মাহমুদউল্লাহ (১৭*)।

প্রথম ওভারেই ব্যক্তিগত শূন্য রানে আলজারি জোসেফের বলে এলবিডাব্লুর ফাঁদে পড়লেন লিটন দাস (০)। রিভিউ আবেদন করতে চাইছিলেন হয় তো, তবে সময় ছিলো না। আবেদন করলেও লাভ হতো না। অনানুষ্ঠানিক টিভি রিপ্লেতে দেখা গেলো, আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকতো। নবম ওভারে নাজমুল হোসেন শান্তও একইভাবে আউট। তিনিও রিভিউ আবেদন করেছেন, তবে আম্পায়ারের সিদ্ধান্ত এবং বাংলাদেশের রিভিউ দুটোই বহাল থাকার পক্ষে মত দিয়েছিলেন টিভি আম্পায়ার। একটা ভালো শুরুর প্রত্যয় নিয়ে ব্যাটিং করলেও মাত্র ২০ রানে তাকে ফিরতে হয়। এক্ষেত্রে বোলার ছিলেন কাইল মায়ারস।  

প্রথম পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়ে তখন বিপদে বাংলাদেশ, তখন সাকিব আল হাসানকে নিয়ে বেশ নিরাপদে খেলতে থাকেন তামিম। দুজনের জুটিতে যোগ করেন ৯৩ রান। সিরিজের ব্যক্তিগত দ্বিতীয় অর্ধশতক তুলে নেন এই বাঁহাতি। তবে ২৮তম ওভার শেষে যখন জোসেফের বলে আকিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরছেন তামিম, তখন নিজের ৬৪ রানের পাশাপাশি বাংলাদেশের স্কোরবোর্ডে ব্যক্তিগত রান ১৩১। 

এদিকে অধিনায়কের বিদায়ের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাকিবও (৫১)। ব্যক্তিগত হাফ সেঞ্চুরি শেষে রেমন রেইফারের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন বিশ্বসেরা অল রাউন্ডার। 

তামিমের গড়া ভিতেই বাকিটা পথ পাড়ি দিতে নিশ্চয়ই একটা নিরাপদ রান সংগ্রহ করতে চাইবে টাইগাররা।