আবারও হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০৩:২৪ পিএম আবারও হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

কয়েক দিন আগে হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ার পর আজ আবারও হাসপাতালে যেতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও দেশটির অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। বুধবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে পশ্চিমবঙ্গের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গতকাল রাত থেকেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। পরে আজ দুপুরে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য এর আগে যখন অসুস্থ হয়েছিলেন, তখনই বেশ শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। দীর্ঘদিন চেকআপ করাননি একসময়ের এই তারকা খেলোয়াড়। ফলে শরীরে বাসা বাঁধে নানা জটিলতা। যদিও পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম) দাবি করছে, পঞ্চাশোর্ধ সৌরভ রাজনৈতিক চাপ সামলাতে না পেরেই অসুস্থ হয়ে পড়ছেন। 

এর আগে ২ জানুয়ারি শরীরচর্চার সময় অজ্ঞান হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলী। সে সময় বুকে ব্যথা অনুভব করায় হৃদরোগের আশঙ্কা করা হয়েছিল। পরীক্ষার পর হৃৎপিণ্ডের তিনটি ধমনিতে ব্লক ধরা পড়ে সৌরভ গাঙ্গুলীর। পরে এনজিওপ্লাস্টি করার পর ব্লকেজ সরিয়ে স্টেন্ট বসানো হয়েছিল। চিকিৎসায় সুস্থ হওয়ার আজ আবারও তাকে হাসপাতালে নেওয়া হলো।