টুশেলের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে ড্র!

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ০৫:০৩ পিএম টুশেলের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে ড্র!

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পর চেলসির দায়িত্ব নিয়েছেন জার্মান কোচ থমাস টুশেল। গতকাল বুধবার উলভেস বিপক্ষে ড্র করেছে তার শিষ্যরা। তবে রেকর্ড সময় ধরে বল নিজেদের আয়ত্তে রেখে একরকম রেকর্ডই গড়েছে চেলসি। তাই দুই দিন আগে দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে দর্শকদের জয় উপহার না দিতে পারলেও অন্তত হতাশ করেননি এই কোচ। 

দেড় বছর ল্যাম্পার্ডের দায়িত্বে থাকা চেলসির নতুন কোচ টুশেল। গতকাল স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য ড্র করেছে ব্লুজ ও উলভস। তাই নিজের প্রথম ম্যাচে দলকে মাত্র একটি পয়েন্টই উপহার দিতে পারলেন তিনি। তবে প্রথম থেকেই কিছু কৌশলগত পরিবর্তন দেখা গেছে দলে। মূলত আক্রমণাত্মক চেলসি তৈরির পরিকল্পনা করেই টুশেল মাঠে নামিয়েছিলেন দলকে।

বল যেন ব্লু খেলোয়াড়দের পা থেকে নিতেই পারেনি নুনো এস্পিরিতো সান্তোর শিষ্যরা। প্রথমার্ধেই নিজেদের মধ্যে ৪৩৩টি পাস দিয়েছে চেলসির খেলোয়াড়রা, এটি ২০০৩-০৪ মৌসুমের পর প্রিমিয়ার লিগে তাদের সর্বোচ্চ গোল। অবশ্য বরুসিয়া ডর্টমুন্ডও এমন রেকর্ড গড়েছে টুশেলের অধীনে। ২০১৬ সালের মে মাসে কোলনের বিপক্ষে মাঠে নেমে ৫০৩টি পাস বিনিময় করেন তারা। ম্যাচ শেষে গতকাল তাদের দখলে বল ছিল প্রায় ৭৯ ভাগ সময়, যা কিনা রেকর্ডকৃত সময়ের যেকোনো ম্যানেজারের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ হিসেবে সর্বোচ্চ। 

গতকালের ড্রয়ের পর প্রিমিয়ার লিগ টেবিলের আটে অবস্থান করছে চেলসি। ২০ ম্যাচে তাদের মোট পয়েন্ট ৩০। সেরা চারে থাকতে হলে চেলসিকে আগামী রোববার বার্নলি এবং পরের সপ্তাহে টটেনহামের বিপক্ষে জয় পেতে হবে যেকোনো মূল্যে। পিএসজিকে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে তোলার কারিগর টুশেল চেলসিকে কীভাবে সামলান, সেদিকেই নজর থাকবে ভক্তদের।