জিরুডের বাইসাইকেল কিকে স্বস্তিতে টুশেল 

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০১:১৭ পিএম জিরুডের বাইসাইকেল কিকে স্বস্তিতে টুশেল 

গতকাল রাতে বুখারেস্টে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে চেলসি। অলিভার জিরুডের দুর্দান্ত বাইক্সাইকেল কিকে বল জালে জড়ানোয় চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর প্রথম লেগে জয় পেয়েছে ব্লুজ। আর পুরোতা সময় প্রতিপক্ষকে চাপে রাখায় বেশ সুনাম কুড়িয়েছে নতুন কোচ থমাস টুশেলের কৌশল।

৩৪ বছর বয়সী জিরুড এমন বড় ম্যাচে বাইসাইকেল কিক করে আলোচনায় এসেছেন। টুশেলের দলে প্রথমে সুযোগ না পেলেও নিজেকে দলের প্রয়োজনের সময়ে ঠিকই প্রমাণ করেছেন তিনি। অন্যদিকে দলকে ৩-৪-১-২ ফরমেশনে খেলিয়েও বেশ আলোচনায় টুশেল। এনগোলো কান্তের বদলে দলে জর্জিনহো এবং মাতেও কোভাচিচকে মিডফিল্ডে নামিয়েছিলেন, যা খেলার ধরণই পালটে দিয়েছে। 

গত মৌসুমে ২২০ মিলিয়ন ইউরো ব্যয় করেছে চেলসি, তবে ফলাফল আসছিলো না। এরপর দায়িত্বে টুশেলকে নিয়ে এসে ফলাফলের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যেও  এসেছে ইতিবাচক পরিবর্তন। টিমো ওয়ার্নার, কাই হার্ভার্টজ, হাকিমজিয়েচ এবং ক্রিস্টিয়ান পুলিজিকের মতো সম্ভাবনাময় তারকারা নিজেদের আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন। তাই জিরুডের চোখ ধাঁধানো গোল কিংবা টুশেলের কোচিং, সবমিলিয়ে স্বস্তিতেই আছে চেলসি।