টেনিস অবসরযাপনে মারের অন্যরকম পরিকল্পনা 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০৪:২১ পিএম টেনিস অবসরযাপনে মারের অন্যরকম পরিকল্পনা 

বর্তমানে অন্যতম শীর্ষ টেনিস তারকা অ্যান্ডি মারে যখন অবসর নিবেন, তখন তিনি কি হিসেবে কাজ করতে চাইতে পারেন? শত উত্তর থাকতে পারে। তবে মারে স্পষ্টভাবেই জানালেন, তাঁর আগ্রহ একজন পেশাদার গলফার হওয়ার দিকে। অথবা ফুটবল কোচ হওয়ার চেষ্টা করতে পারেন এমন সম্ভাবনাও দেখছেন তিনি। 

২০১৯ সালে কোমরে সার্জারির পরেই টেনিস কোর্টে ফিরেছিলেন মারে। খেলা ছেড়ে থাকা অসম্ভব, সেটিও জানালেন নিজেই। মারে বলেন, “আমি ক্রীড়া ভালোবাসি। তাই টেনিস ছাড়ার পর আমাকে যদি কিছু আগ্রহী করে, সেটি অন্য কোনো খেলাই। আমি গলফ  অনেক পছন্দ করি। তাই সেরা তারকাদের সঙ্গে খেলা এবং শেখা বেশ মজার হবে। টেনিস এবং গলফের মধ্যে যেন একটা মিল আছে কোথাও। অথবা ফুটবলের কোচ হলেও মজা হবে। টেনিস শেষে আমি আরেকটু বেশি সাইক্লিং করতে চাই।” 

মারে বেশ প্রতিভাবান ফুটবল খেলোয়াড় ছিলেন। এমনকি টেনিসে মনোযোগ দেয়ার জন্য রেঞ্জার্সে খেলার অফারও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তিনবারের গ্র্যান্ডস্ল্যামজয়ী তারকা মারে কুঁচকির ইনজুরিতে খেলছেন না এবারের মায়ামি ওপেনে। তবে অবসরের পর মারে নিজের পরিকল্পনা বেশ ভালোভাবেই সাজিয়েছেন, তা স্পষ্ট।