তসলিমা নাসরিনকে ইংলিশ ক্রিকেটারদের জবাব

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ১০:৫৯ এএম তসলিমা নাসরিনকে ইংলিশ ক্রিকেটারদের জবাব

 

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে প্রায়ই ঝড় ওঠে, চলে কাদা-ছোড়াছুড়ি। এবার বাংলাদেশের নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে বিতর্ক উঠল। ইংল্যান্ড দলের তারকা ক্রিকেটার মঈন আলীকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছেন তসলিমা। 

এরপর ইংল্যান্ড জাতীয় দল সতীর্থ জফরা আর্চার তসলিমার মন্তব্যের কড়া জবাব দেন। ইংল্যান্ড জাতীয় দলের সদস্য বেন ডাকেট ও স্যাম বিলিংসরাও চুপ থাকেননি। তসলিমার টুইটার আইডি বাতিলের আবেদন চেয়ে মন্তব্য করেছেন তারা।

১৯৯৪ সালে দেশ ত্যাগ করা তসলিমা মঈনকে নিয়ে টুইটটি করেন পরশু, ‘মঈন আলী ক্রিকেট না খেললে সিরিয়াতে গিয়ে আইএসআইয়ের সঙ্গে যোগ দিত।’

ভারতের সংবাদমাধ্যম জানায়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো থাকায় মঈন নিজের জার্সি থেকে সেই প্রতিষ্ঠানের লোগো তুলে নেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু চেন্নাই দাবি করেছে, এ সংবাদ ভুল। এরপরই টুইটটি করেন তসলিমা। পরে যদিও সেই টুইট মুছে ফেলেছেন।