হিসাবের মারপ্যাঁচে টিকে গেলেন সাকিবই 

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ০৮:০২ পিএম হিসাবের মারপ্যাঁচে টিকে গেলেন সাকিবই 

১৪তম ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে সাকিবকে পুরোনো ঘরে ডেকেছে কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ঘরোয়া আসরের তৃতীয় ম্যাচে আজ চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে দলটি। কলকাতার মূল একাদশে আজ অনেক গুঞ্জন মিথ্যা করে দিয়ে সুযোগ পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

গুঞ্জন ছিলো, দলে ক্যারিবীয় স্পিন অলরাউন্ডার সুনীল নারিন কিংবা বাঁহাতি সাকিবের মধ্যে যেকোনো একজনকে খেলানো হবে। দুজনকেই খেলানোর কোনো সম্ভাবনাই ছিলোনা কলকাতার সামনে। কারণ, একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় রাখা যাবেনা। 

সেই সুবাদে অধিনায়ক ইয়ন মরগ্যান ছিলেন নিশ্চিত। অ্যান্ড্রে রাসেলকে ছাড়া কলকাতা দল কল্পনা করাও দূরুহ ব্যাপার। এদিকে পেস আক্রমণে ভরসা প্যাট কামিন্স। বাকি থাকে একজন স্পিন অলরাউন্ডার। সেখানেই প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নারিন এবং সাকিব। 
তবে গত আসরে সাকিব খেলেননি। কিন্তু নারিন দলকে উপহার দিয়েছেন হতাশা। বল হাতে দশ ইনিংসে মোটে পাঁচ উইকেট আর ব্যাট হাতে এক অর্ধশতকে মোট ১২১ রান করেছিলেন নারিন। এদিকে ওভারপ্রতি গড়ে আট রানের বেশি দিয়েছিলেন এই ক্যারিবীয় তারকা। সব মিলিয়ে তাই আজ দলের প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা সাকিবের আস্থা রাখছে কলকাতা। 

আজ টসে হারায় প্রথমেই ব্যাট করতে হবে কলকাতাকে। সেদিক থেকে অলরাউন্ডার সাকিবকে নিয়ে কিছুটা আত্মবিশ্বাসী থাকতেই পারে শাহরুখ খানের দল।