এবার এমবাপ্পেকে নিয়েই লড়াইয়ে পিএসজি 

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২১, ০৩:৫৫ পিএম এবার এমবাপ্পেকে নিয়েই লড়াইয়ে পিএসজি 

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং পিএসজি। আগের ম্যাচে ২-১ গোলে পিছিয়ে থাকা দলটি এবার জয়ের আশা নিয়েই আসবে ইতেহাদে। নেইমাররা আরেকটু স্বস্তিতে থাকতে  পারেন, কারণ দলে কিলিয়ান এমবাপ্পের খেলাও সুনিশ্চিত। 

গত সপ্তাহে পার্ক ডি প্রিন্সেসে পূর্ণ শক্তর দল নিয়েই নেমেছিলো পিএসজি। কিন্তু ঘরের মাঠে কেভিন ডি ব্রুইনে এবং রিয়াদ মাহারেজের গোলে হেরেছিলো তারা। একটি গোল অবশ্য আগেই করেছিলেন মার্কুইনহোস। তবে এরপর লিগ ওয়ানের ম্যাচে এমবাপ্পে ছিলেন ইনজুরিতে। তার দল অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছিলো। তবে আশার কথা হলো, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আজ রাতে মাঠে থাকবেন এমবাপ্পে। 

চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাটা এমোবাপ্পে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলয় বার্সেলোনার বিপক্ষে হ্যাট্রিকের পর কোয়ার্টারে বায়ার্ন মিউনিখকে জোড়া গোল করেই উড়িয়ে দিয়েছিলেন এমবাপ্পে। তাই আজ ২ গোল ব্যবধানে জিততে হলে তাকে দলে পেলে বেশ স্বস্তিতেই থাকবেন মরিশিও পোশেত্তিনো।