টোকিও অলিম্পিকের দ্রুততম মানব মার্সেল জ্যাকবস

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৭:০৫ পিএম টোকিও অলিম্পিকের দ্রুততম মানব মার্সেল জ্যাকবস

অলিম্পিক আসরের অন্যতম ইভেন্ট ১০০ মিটার দৌড়। আর গত তিনটি অলিম্পিক গেমসে এই ইভেন্টে সেরা হওয়ার খেতাবটি উসাইন বোল্ট ছাড়া অন্য কেউ পাননি। ২০১৭ সালে সব ধরনের আনুষ্ঠানিক ক্রীড়া থেকে অবসর নেন জ্যামাইকার এই বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার। তাই বেইজিং, লন্ডন ও রিও অলিম্পিকসের ১০০ ও ২০০ মিটারের দ্রুততম দৌড়বিদের জায়গায় এবারে দাঁড়াতে যাচ্ছেন অন্য কেউ। 

এবার ২১  বছর বয়সী ইতালির মার্সেল জ্যাকবস, ইতালি ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে পুরুষদের ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন। সেমিতে তার টাইমিং ছিল ৯.৮৪ সেকেন্ড। ফাইনালে তিনি ০.০৪ সেকেন্ড কম সময় নিয়ে স্বর্ণ জেতেন। 

রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি (৯.৮৪ সেকেন্ড), ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাস (৯.৮৯ সেকেন্ড)।